নয়াদিল্লি: এবার নতুন ধরনের এক সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক করে দিল দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, সাইবার ক্রিমিনালদের নিশানা থেকে সম্পূর্ণ সুরক্ষিত নয় WhatsApp অ্যাকাউন্ট।
দিল্লি পুলিশের মতে, এই প্রতারণা চক্রের মূল উদ্দেশ্য হল, কোনও ব্যক্তির WhatsApp অ্যাকাউন্ট হাইজ্যাক করে তার মাধ্যমে ওই ব্যক্তির বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে টাকা আদায় করা।
পুলিশের মতে, জালিয়াতরা প্রথমে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করবে। এটি নিয়ে কারও যাতে কোনও সন্দেহ না হয় তাই ওই ভুয়ো অ্যাকাউন্টে WhatsApp-এর অফিসিয়াল লোগো ব্যবহার করবে তারা। এর পরে টার্গেট ব্যক্তির কাছে একটি মেসেজ পাঠানো হবে। মেসেজে বলা হবে, নিজের পরিচয় নিশ্চিত করতে ৬ সংখ্যার ভেরিফিকেশন PIN টাইপ করুন। বিশ্বাসকরে ব্যবহারকারী সেই পিন দিয়ে দিলেই সর্বনাশ।