whereisnetaji
নয়াদিল্লি: প্রায় ২০০ বছর পর ইংরেজ দাসত্ব থেকে মুক্তি। ভারতের স্বাধীনতা আদায়ের এক অন্যতম আত্মত্যাগীর নাম নিঃসন্দেহে নেতাজি। কিন্তু নেতাজি কোথায়, কী হল তাঁর এ প্রশ্ন আজও অজানা। তাই এই স্বাধীনতা দিবসে প্রিয় নেতাজিকে স্মরণ করছে দেশবাসী।
সোশ্যাল মিডিয়ায় ট্যাগ হয়ে উঠেছে #WhereIsNetaji প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করবে, তাঁরা চুপ কেন? কোথাও ট্যাগ #WhereIsNetaji, আবার কোথাও BOSE।
স্বাধীনতা দিবসের দিন ঠিক দুপুর ১২টায় #WhereIsNetaji লিখে দেশনায়ককে সম্মান জানাতে চাইছেন অনেকে। কেন সঠিক ভাবে নেতাজি রহস্যের তদন্ত হল না এ প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
ফেসবুক ওয়ালে, কমেন্টে লেখা হচ্ছে প্রিয় নেতাজির নাম। মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি বিনোদ ট্রেন্ড হতে পারে তাহলে ‘বোস’ নয় কেন?
whereisnetaji