WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

who is responsible for the third wave of covid

লড়াই ২৪ ডেস্ক : গত এপ্রিল থেকেই মৃত্যুপুরী হয়ে উঠেছিল ভারত |চারপাশে শুধু আপনজন হারানোর হাহাকার আর জ্বলন্ত চিতার আগুন |জুনের শুরুতে পরিস্থিতি যদিওবা কিছুটা স্বাভাবিক হয়েছিল আবার ঘনিয়ে এলো চিন্তার কালো মেঘ | মৃত্যুর সাথে হাড়হিম করা যুদ্ধ লড়েও সম্ভবত শেষ রক্ষা হবে না ভারতের |বিশেষজ্ঞদের মতে আগামী অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা ছিল|কিন্তু সেই সকল সম্ভবনায় জল ঢেলে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই এদেশে তৃতীয় ঢেউ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে |

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই ভাইরাসটি প্রতি মুহুর্তে রূপ বদলাচ্ছে |এবারও তার ব্যতিক্রম নয় | কোভিড-১৯ এর ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট  এবার মূল উদ্বেগের কারণ ভারতে|এটি না কি ডেল্টা ,আলফার থেকেও বেশি মরণ ক্ষমতা সম্পন্ন| এই সম্পর্কে এইমস কর্তা  ড: রণদীপ গুলেরিয়া পরামর্শ দেন ,অতি দ্রুত টিকাকরণ এই নতুন ঢেউয়ের বিরুদ্ধে লড়তে কিছুটা সাহায্য করবে |যথাযথ বিধি নিষেধ মেনে চললে ,ভিড় এড়িয়ে চললে এই বিপদের মোকাবিলা করা অনেকটা সহজ হবে বলে তিনি জানান|

বিশেষজ্ঞরা  দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ভয়াবহতা নিয়ে আগেই সচেতন করেছিলেন  মানুষকে |কিন্তু আনলক পর্বে জনগণ করোনার বিধিনিষেধ মেনে না চলায় ,এই পরিস্থিতিতেও নানা অনুষ্ঠানে মেতে ওঠায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল |এইবারও সেই সম্ভবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না |তবে টিকাকরণের সাথে সাথে কোভিড-১৯ এর ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে গবেষনার মাধ্যমে ভাইরাসটির জিনোম সিকয়েন্সিং করে ভাইরাসটির চরিত্র বোঝাও জরুরী বলে মনে করা হচ্ছে |

who is responsible for the third wave of covid

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার