জেনেভা: সারা বিশ্ব জুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিন কয়েক হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এ অবস্থা থেকে বাঁচাতে পারে এক্মাত্র ভ্যাকসিন। কিন্তু কোথায় তা?
এ ক্ষেত্রে WHO খুব তাড়াহুড়োতে রাজি নয়৷ কারণ, একাধিক পরীক্ষার পরে নিরাপদ ভ্যাকসিন দরকার৷ তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ হু-র।
ই প্রসঙ্গে ‘হু’-এর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, করোনার ভ্যাকসিনের গবেষণার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। শেষ পর্যায়ের ট্রায়াল চলছে কোথাও কোথাও। তবে ২০২১-এর প্রথম দিকের আগে কোনও ভ্যাকসিনের আশা করা উচিৎ নয়।
WHO-এর এমার্জেন্সি প্রোগ্রামের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান জানাচ্ছেন, ভ্যাকসিনের সুষম বণ্টনের জন্য কঠোর পরিশ্রম করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা৷
WHO চেষ্টা করছে যাতে ভ্যাক্সিনের প্রোডাকশন বাড়ানো যায়। কারণ ভ্যাকসিন শুধুমাত্র ধনীদের জন্য নয়, গরীবের জন্যও, ভ্যাক্সিন সবার জন্য।