মুখে মাস্ক নেই কেন, বাবার প্রতিবাদে প্রান গেল যুবতীর
হায়দ্রাবাদ: করোনার প্রধান অস্ত্র সোশ্যাল ডিসস্ট্যান্স মেনে চলা, মাস্ক পড়া, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই অস্ত্র গুলোর মধ্যে মাস্ক পড়েছিলেন না একদল যুবক। কেন মাস্ক পড়েনি সেই প্রশ্নতেই প্রাণ দিতে হল এক যুবতীকে।
ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের গন্টুর জেলায়। সূত্রের খবর ঘটনার সূত্র পাত হয়েছে এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে ওই যুবকদের পাড়ায় নিজের কাজে যায় ক্রান্তি ইয়ালামান্ডালা। সেই সময় তিনি মাস্ক পড়েছিলেন না এই নিয়ে ওই যুবকদের সঙ্গে বচসা বাধে।
এর কদিন পরেই ওই যুবকদের তিনি মাস্ক না পড়া অবস্থায় দেখতে পান। এরপর তা নিয়ে যুবকদের প্রশ্ন করেন ” মুখে মাস্ক নেই কেন ? ” এরপরেই বচসা বাধে তাদের মধ্যে, হাতাহাতি হয় ।
ক্রান্তি ইয়ালামান্ডালা এর মেয়ে ফাতিমা তা দেখতে পেয়ে গন্ডগোল থামাতে আসে , তখন ইয়ালামান্ডালাকে লাঠি দিয়ে মারতে গেলে তার আঘাত ফাতিমার উপর পরে ।
এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে এক সপ্তাহ চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। ওই যুবকদের গ্রেফতার করেছে পুলিশ।