মনুয়া কাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল স্ত্রী

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মেদিনীপুর: ফের এক পরকীয়া সম্পর্কের নির্মম পরিণতি হল। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করল স্ত্রী। মনুয়াকাণ্ডের ছায়া এবার খড়গপুরে।

ঘটনার ২ দিন পর থানায় অভিযোগ দায়ের করল মৃতের নাবালিকার মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জানা গিয়েছে, মৃতের নাম এ মিশ্র রাও। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে খড়গপুর শহরের নিমপুরা এলাকায় থাকতেন তিনি। রেখে চাকরি করতেন। শুক্রবার রাতে নিজের বাড়িতেই মারা যান এ মিশ্র। স্বামীর মৃত্যুর খবর আত্মীয়দের জানান স্ত্রী সাথী রামাইয়া। বলেন, রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তাঁর স্বামী। সন্দেহ হয়নি কারও, নিয়মমাফিক শেষকৃত্যও হয়ে যায়।

https://www.facebook.com/cartcourier/

শনিবার যখন বাড়িতে এ মিশ্র রাও-এর শ্রদ্ধানুষ্ঠান চলছিল তখন রহস্যের পর্দাফাঁস করেন তাঁর নাবালিকা মেয়ে। কাঁদতে কাঁদতে সে জেঠুকে জানায়, তার সামনেই বাবাকে শ্বাসরোধ করে খুন করেছে মা ও মায়ের এক বন্ধু। শুধু তাই নয়, ঘটনার কথা কাউকে জানালে শিশুটিকে পুড়িয়ে মেরে ফেলার হুমকিও দিয়েছে অভিযুক্তেরা।

এরপরই মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারে লোকেরা। ইতিমধ্যে ২ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় হতবাক প্রতিবেশীরা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment