শীতের আমেজ পশ্চিমবঙ্গে, ঘূর্ণিঝড় সতর্কতা জারি তামিলনাড়ুতে
কলকাতা: পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে রবিবার ভোর থেকেই ঠান্ডার আমেজ।উত্তুরে বাতাস শক্তিশালী হয়ে উঠেছে সোমবার থেকে সব বাধা সরে যাওয়ায়। আবহাওয়াবিদরা সব দিক থেকেই ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছিলেন।
আবহাওয়াবিদদের সেই কথাই সোমবার হাতেনাতে প্রমাণ পেল দক্ষিণবঙ্গ।সকাল থেকেই ঘন কুয়াশা। তারপর মেঘ কেটে রোদ উঠতেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
শ্রীলঙ্কা লাগোয় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। যার সম্ভাব্য অভিমুখ তামিলনাড়ু-পুদুচেরি ইপকূলে। বুধবার তামিলনাড়ুতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্মিঝড়ে বাংলার কোনও ভয় নেই। এর জেরে আগামী বুধবার থেকে ঠান্ডা কমার আভাস দিয়েছেন আবহবিদরা।
কলকাতায় ১৭-১৮ ডিগ্রিতে নামতে পারে পারদ, জেলায় ১৪-১৫ ডিগ্রির আশপাশে। চলতি মরসুমে ঠান্ডার দাপট বেশি থাকতে পারে বলে আভাস দিয়েছিলেন আবহবিদরা। সোমবার আলিপুরে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ১৫.৬ ও সল্টলেকে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে জেলাগুলিতেও পারদ নেমেছে। এদিন পানাগড়ে তামপাত্রা নেমে হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১০.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ১০.৮ ডিগ্রি, আসানসোলে ১১.৭ ডিগ্রি ও বাঁকুড়া ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।৩০ অক্টোবর দিল্লির তাপমাত্রা নেমেছিল ১২.৫ ডিগ্রিতে।
১৯৯৪ সালের পর অক্টোবরে এমন পারাপতন এ বছরই প্রথম। শুধু শেষের দিকে নয়, মাস জুড়েই ঠান্ডার ভালো দাপট ছিল রাজধানীতে। যে কারণে মাসের সর্বনিম্ন তাপমাত্রার গড় গিয়ে দাঁড়ায় ১৭.২ ডিগ্রিতে। এই নিরিখে এ বারের অক্টোবরের দিল্লি ৫৮ বছরে মধ্যে শীতলতম। শুক্রবার ভোরে রাজধানী কেঁপেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। এত তাড়াতাড়ি এমন ঠান্ডা গত ১৪ বছরে পড়েনি।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন