আগুন লাগার ২৪ ঘণ্টার মধ্যেই ফের কলকাতার বুকে অগ্নিকাণ্ড, আহত ৩

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

আগুন লাগার ২৪ ঘণ্টার মধ্যেই ফের কলকাতার বুকে অগ্নিকাণ্ড, আহত ৩

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যেই ফের কলকাতায় বুকে অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন এভিনিউ ও গনেশ চন্দ্র এভিনিউ ক্রসিংয়ের ভারতীয় জীবন বীমা নিগমের অফিসে। পাঁচ তলায় আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে পৌঁছায় পাঁচটি ইঞ্জিন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

শুক্রবার যেখানে আগুন লাগে তার থেকে ২০০ মিটারের মধ্যেই এই বিল্ডিং। জানা গিয়েছে, ভারতীয় জীবন বীমা নিগমের অফিসের ক্যান্টিন থেকে আগুন লাগে। শনিবার রাত তিনটে নাগাদ আগুন লাগে বলে জানিয়েছে ক্যান্টিনের কর্মীরা।

আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটা ইঞ্জিন। তিনজন ক্যান্টিন কর্মী সেখানে ছিলেন। আগুনে পুড়ে আহত হয়েছেন তাঁরা। তাদের এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। দমকল এর প্রাথমিক অনুমান ক্যান্টিন থেকেই আগুন ছড়িয়েছে।

তবে, স্থানীয় লোকজন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট এর মতো বিকট আওয়াজ শুনতে পায়। আওয়াজের সঙ্গে বিল্ডিংয়ের জানলার কাঁচ ভেঙে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment