বেঙ্গালুরু: মঙ্গলবার বড়সড় সমস্যায় জড়িয়ে পড়লেন কর্ণাটকের জলসম্পদ মন্ত্রী রমেশ জারকীহলি। তার বিরুদ্ধে অভিযোগ এক মহিলাকে চাকরির আশ্বাস দিয়ে যৌন হয়রানি, এমনকি মহিলা ও তাঁর পরিবারকে নানান ভাবে হুমকি।
অভিযোগ দায়েরকারী মহিলা মন্ত্রীর ও তার গোপন মুহূর্তের ভিডিও ও ছবি পুলিশের সামনে তুলে ধরেন। যদিও সেই সবের সত্যতা এখনও যাঁচায় হয়নি। তবে ইতিমধ্যেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
বিরোধী শিবির কংগ্রেস ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ওই মন্ত্রীর বরখাস্তের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, তিনি এই বিষয়টি নিয়ে অবগত নন। তবে তিনি এও বলেন এই জাতীয় ঘটনার সত্যতা খুজে বার করতে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরপ্পার সঙ্গে কথা বলবেন এবং ঘটনার যথাযোগ্য তদন্তের কথাও জানিয়েছেন।
যদিও কর্ণাটক বিজেপির এই জাতীয় কেলেঙ্কারি এই প্রথম নয়। এর আগেও বিজেপির সদানন্দ গৌড়ার নেতৃত্বাধীন তিন মন্ত্রীর বিধানসভায় নীল ছবি দেখার অভিযোগ উঠেছিল।
তবে অভিযুক্ত মন্ত্রী রমেশ জারকীহলি এবিষয়ে জানান, আমি এই অভিযোগ দেখে বিস্মিত। তদন্তের মধ্যে সত্যতা প্রকাশিত হোক। আর এই অভিযোগের যদি সত্যতা থাকে, তাহলে আমি পদ নয়, রাজনীতি ছেড়ে দেব’
সবমিলিয়ে মার্চে বাজেট অধিবেশনে শুরুতেই কর্ণাটক সরকারের উপর যে আলাদা ভাবে চাপ সৃষ্টি হয়েছে, সেকথা বলাই বাহুল্য।
ভিডিও-র সত্যতা যাচাই করা হয়নি।