আলিপুরদুয়ার: এইরকম ঘটনা মনে করিয়ে দেয় মধ্যযুগে হওয়া বর্বরতার কথা। আবার হয়তো এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বললেও কম! আলিপুরদুয়ারে শিউরে ওঠার মতো এই ঘটনায় নিন্দার ঝড় তুললো রাজ্যবাসী তথা নেটিজেনরা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন। কড়া প্রতিক্রিয়া দিয়ে দোষীদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন পাঠিয়েছেন অগ্নিমিত্রা পাল।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ছমাস পর নিজের স্বামীর কাছে ফিরে আসেন ওই মহিলা। রবিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, গ্রামবাসীরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। এরপর বসে সালিশি সভা। সেই সভায় পরকীয়ার অভিযোগ তুলে ওই মহিলাকে উচিত শিক্ষা দেওয়ার নিদান দেওয়া হয়।
আরও পড়ুন..প্রত্যন্ত এলাকায় টিকা যাবে ড্রোনে করে, উদ্যোগ কেন্দ্রের
সালিশি সভার মাতব্বররা অভিযোগ করে, পাশের গ্রামের এক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ওই মহিলার। এরপর তার উপর চলে অকথ্য অত্যাচার। তাঁকে বিবস্ত্র করে চলে ব্যাপক মারধর। ভিডিওতে শোনা যায়, মহিলা বলছেন, আরও কত মারবে, মারো! এই নারকীয় নির্যাতনের পর আসামে নিজের বাপের বাড়িতে চলে যায় মহিলা।
রবিবার পুলিশ তাঁকে গ্রামে সুরক্ষা দিয়ে নিয়ে আসে। তিনজনকে গ্রেফতার করে সোমবার আলিপুরদুয়ার কোর্টে পেশ করা হয় তাঁদের। ওই তিনজনকে পুলিশি হেফাজতে পাঠায় আদালত, আরও আটজনের খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে, বিধায়ক তথা মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। দল, রঙ না দেখে দোষীদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে।