মঙ্গলসূত্র বিক্রি করে সন্তানের পড়াশোনার ব্যবস্থা, শতকোটি প্রণাম ‘মা’কে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কর্ণাটক: মঙ্গলসূত্র বিক্রি করে টেলিভিশন কিনলেন এক মহিলা, যাতে তার সন্তানের অনলাইন ক্লাস করতে কোন বাধা না আসে । করোনা আবহের মধ্যে সন্তানের পড়াশোনায় এতটুকু আঁচ আসতে দেননি ওই মহিলা । এমন ‘মা’ কে শত কোটি কুর্ণিশ।

কর্নাটকের গাদাগ জেলার রাজ্ঞের নাগার গ্রামের বাসিন্দা কস্তুরী এবং তার স্বামী নির্মান শ্রমিক । তাদের এক মেয়ে এবং এক ছেলে । দুইজনেই সরকারি স্কুলের পড়ুয়া , এক জন ক্লাস ১০ এর ছাত্রী , আর একজন ক্লাস ৭ এর ছাত্র । কস্তুরীর কাছে একটি সোনার মঙ্গলসূত্র ছিল, সবেধন নীলমণি ওই একটিই গয়না। যা বিক্রি করে তিনি ২০,০০০ টাকা পান । ওই টাকা দিয়ে টেলিভিশন সেট কেনেন , যাতে সন্তানরা টেলিভিশনে ক্লাস করতে পারে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সন্তানদের পড়াশোনাপ জন্য প্রয়োজন ছিল একটি টেলিভিশন সেট । আর তা কেনার জন্য নিজের ১২ গ্রাম সোনার মঙ্গলসূত্রকে বন্ধক দিয়ে নগদ অর্থ জোগাড় করেছেন , তিনি যাতে তার শিশুরা দূরদর্শনে প্রচারিত ক্লাসগুলি দেখতে পারে ।

যে ব্যক্তি ওই মহিলাকে টাকা ধার দিয়েছিলেন, পরে তিনি গোটা বিষয়টি জানতে পারেন এবং মহিলাকে তাঁর মঙ্গলসূত্রটি ফেরত দিয়ে দিয়েছিলেন । মহিলাকে তিনি বলেন, সে যেন তাঁর সুবিধামতো ওই ধার নেওয়া টাকা ফিরিয়ে দেন । তার কাহিনি প্রকাশ্যে আসার পর কংগ্রেস বিধায়ক জামির আহমেদ ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য করেছেন ।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment