পিরিয়ডসের সময়েও কি ভ্যাকসিন নেওয়া যাবে? কী বলছে কেন্দ্র

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

womens menstrual cycle covod vaccine

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া ভরে গেছে এক গুজবে। বলা হচ্ছে নারীর ঋতুস্রাব (Menstrual Cycle) অথবা পিরিয়ডস শুরু হওয়ার পাঁচ দি‌ন আগে অথবা শেষ হওয়ার পরের সময়কালের মধ্যে নাকি টিকা নেওয়া উচিত নয়। এবার সেই ইস্যুতেই আসরে নেমেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

শনিবারই প্রেস ইনফরমেশন অফ ব্যুরো একটি টুইট করে সবাইকে এবিষয়ে স্পষ্ট করে জানিয়েছে, এসব গুজব ছাড়া আর কিছু নয়। কেন্দ্রীয় সরকারের সংস্থার তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যে ‘ফেক’ অর্থাৎ ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঋতুস্রাব শুরু কিংবা শেষে পাঁচদিনের মধ্যে মেয়েদের টিকা নেওয়া উচিত নয় বলে, কেউ যেন তার দ্বারা বিভ্রান্ত না হন।

 

পোস্টে পরিষ্কার লেখা হয়েছে, ‘‘১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ১ মে-র পর টিকা নিতে পারবেন। ২৮ এপ্রিল নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে cowin.gov.in-এ।’’

মেয়েরা নিশ্চিন্তে টিকা গ্রহণ করতে পারবে। এর জন্যে মাসিকের কথা ভাবতে হবে না। পোস্টে পরিষ্কার লেখা হয়েছে, ‘‘১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকে ১ মে-র পর টিকা নিতে পারবেন। ২৮ এপ্রিল নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে cowin.gov.in-এ।’’

womens menstrual cycle covod vaccine

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment