দুটি শিফটে কাজ হবে সরকারি অফিসে: ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্ন: ৮ই জুন থেকে রাজ্যে খুলেছে সরকারি অফিস। তবে, চালু হয়নি পর্যাপ্ত বাস পরিসেবা। রাস্তায় নামেনি বেসরকারি বাস। যার ফলে স্বাভাবিক দিনের তুলনায় গুটিকয়েক সরকারি বাস চলায়, ব্যাপক ভীড় লক্ষ করা যাচ্ছে সেই বাস গুলিতে।
যার ফলে শিকেয় উঠছে সামাজিক দূরত্বও। এবার সরকারি কর্মচারীদের সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের সরকারি অফিস গুলিতে কাজ হবে দুটি শিফটে। নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও জানিয়েছেন , এখন থেকে প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই শিফট চলে দুপুর আড়াটে পর্যন্ত। পরের সিফট শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
এখন আনলক ওয়ানে এমনিতেই সরকারি কর্মীদের একদিন অন্তর একদিন অফিস যেতে হচ্ছে। এবার কাজের সময়ও কমে গেল। অফিসে থাকতে হবে মাত্র ৫ ঘণ্টা।
তবে নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে , সেখানে উল্লেখ করা হয়েছে যে, যে সব কর্মীরা যাতায়াতের জন্য অফিসের গাড়ি ব্যবহার করেন, তারা এই সুবিধার বাইরে থাকছেন। এসবের ভিত্তিতেই তৈরি হবে রোস্টার।