Read Time:1 Minute, 3 Second
জাপান: বাঙালির আম মরসুম চলছে। আম্ফান, লকডাউন, করোনা – তিন তাণ্ডবে অবশ্য আম খাওয়ায় কিছুটা ভাঁটা পড়েছে। কিন্তু জানেন কী এক কিলো আমের দাম রয়েছে ৩ লাখ টাকারও বেশি।
জাপানে মেলে এই আম। এই আমের নাম তাইও নো তামাগো। যার মানে Egg of the sun. এই প্রজাতির আম বিশ্বে সব থেকে দামি। দেখতে অর্ধেক লাল, অর্ধেক হলুদ।
২০১৭ সালে এই প্রজাতির দুটি আমের নিলামে দাম উঠেছিল ৩৬০০ ডলার। অর্থাত্, প্রায় দুলাখ ৭২ হাজার টাকা। সেবার প্রতিটি আমের ওজন ছিল ৩৫০ গ্রাম। অর্থাত্ মাত্র ৭০০ গ্রাম আমের দাম ২ লাখ ৭২ হাজার টাকা। অর্থাৎ এক কিলো আমের দাম ৩ লক্ষ ৮৮ হাজার টাকার বেশি।