wp dp
লরাই ২৪ ঃ বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ সাধারণ মানুষের জীবনের একটা অংশ। হোয়াটসঅ্যাপ এখন শুধু একটা যোগাযোগের মাধ্যমে নয়। স্টেটাস, প্রোফাইল ফটো ইত্যাদি সবকিছু মিলিয়ে একটা সোশ্যাল মিডিয়াই।
আর এই হোয়াটসঅ্যাপে তো সকলেই প্রোফাইল পিকচার দেন। সবাই যাকে বলে ডিপি। আপনি ধরুন নতুন ডিপি সেট করলেন। কিন্তু সেই ডিপি কে কে দেখল জানতে পারেন? পারেন না তো?স্টেটাসের ক্ষেত্রে যদিও সেই সমস্যা নেই। স্টেটাস দেওয়ার সময় থেকে কে কে সেটি দেখছেন খুব সহজেই জানা যায়। কিন্তু হোয়াটস্যাপ ডিপির ক্ষেত্রে বাই ডিফল্ট সেই সুবিধাটি নেই।
কী জানবেন যে কে আপনার প্রোফাইল ফটো দেখছেন?। এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। Google Play Store-এ পাবেন এই অ্যাপ। নাম WhatsApp- Who Viewed Me । এই অ্যাপ ব্যবহার করেই খুব সহজেই জানতে পারবেন কে আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবির উপর গোপনে নজর রাখছেন।
wp dp