Yaas Cyclone Updates
কলকাতা: নিজের দিক পরিবর্তন করলো ইয়াস। বালেশ্বর থেকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হল ইয়াস। কলকাতা এখন বিপদ সীমানার বাইরে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার সকালে বালেশ্বরের ভূভাগে প্রবেশের পর থেকেই দিক পরিবর্তন করেছে এই ঝড়। বালেশ্বর থেকে অগ্রসর হচ্ছে ঝাড়খণ্ডের দিকে। ভূভাগে প্রবেশের পর ঝড়ের কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৫৫ কিলোমিটার। ক্রমশ শক্তি হারাচ্ছে ঝড়টি। ভূভাগে প্রবেশের পর ৯ ঘন্টার মধ্যে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি। এর ফলে পশ্চিমের জেলাগুলিতে হতে পারে অতিবর্ষণ।
কেন্দ্রের নীতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল্লি হাইকোর্টের কাছে দারস্থ হল Whatsapp
ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৫৫ কিলোমিটার। অপরদিকে দিঘায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন দুদিন ঝড়ো আবহাওয়া থাকবে উপকূল সংলগ্ন এলাকায়। অন্যান্য জেলায় দেখা যাবে হালকা বৃষ্টিপাত।
আবহাওয়া দফতরের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই নিশ্চিন্ত কলকাতাবাসী। যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে কলকাতার রাস্তাঘাট।
Yaas Cyclone Updates