Yaas Cyclone Updates
কলকাতা: শক্তি বাড়িয়ে রাজ্যের দিকে ধেয়ে আসছে ইয়াস। তবে আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে, গত বছরের তুলনায় এই বছর খানিকটা কম থাকবে এই ঝড়ের প্রভাব। আমফানের ফলে যে ভাবে সমস্যার মুখোমুখি হয়েছিল রাজ্য তথা রাজ্যবাসী, ইয়াসের ক্ষেত্রে হয়তো সেই দৃশ্য খানিকটা অল্পই দেখা যাবে। মুলত ওড়িশাতেই বেশি প্রভাব সৃষ্টি করবে এই ঝড়। তবে ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলি নিয়ে তৈরি হয়েছে হালকা চিন্তার কারণ। গোটা রাজ্যে বইবে ঝোড়ো হাওয়া।
আগামিকাল দুপুরে এই ঝড় আছড়ে পড়তে চলেছে পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে বালাসোরের কাছাকাছি স্থলভাগে।
ইয়াস আশঙ্কায় বন্ধ হাইকোর্ট পিছলো নারদ মামলার শুনানি
মঙ্গলবার রাত ও বুধবার ভোর থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভবনা আছে। দমকা হাওয়ার গতিবেগ দেখা যেতে পারে ১৪৫ কিলোমিটার বেগে।
ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় ওঠার সম্ভবনা আছে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ১১০ কিলোমিটারে।
বাঁকুড়া, হাওড়া, হুগলী, পুরুলিয়া, নদীয়া, বর্ধমানের ক্ষেত্রে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দেখা যাবে ঝোড়ো হাওয়া। কিছু কিছু সময় হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটারের গন্ডি।
বীরভূম ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দেখা যাবে ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার বেগ কখনো কখনো পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটারের গতিবেগ।
Yaas Cyclone Updates