একেবারে অন্য রূপ, ২৫ বছরে সব থেকে স্বচ্ছ যমুনা
নয়াদিল্লি: লকডাউনে গৃহবন্দি মানুষ। অন্যদিকে নিজেকে সাজাচ্ছে প্রকৃতি। প্রায় ২৫ বছর পর একদম অন্য রূপে ধরা দিয়েছে যমুনা নদী। তাঁর জল হয়ে উঠেছে স্বচ্ছ।
গত ২৫ বছর ধরে সব চেষ্টা করেও যমুনাকে স্বচ্ছ করে তোলা যায়নি। হাজার হাজার টাকা ব্যয় হয়েছে ঠিকই, কিন্তু যমুনা যেমন ছিল, তেমনই থাকছিল। তবে অবশেষে পরিস্থিতি বদলাল।
গত দু’মাস ধরে নিজের বায়োলজিক্যাল সিস্টেমের মাধ্যমে নিজেই নিজেকে পরিষ্কার রাখছে যমুনা নদী। লকডাউনে কারখানা বন্ধ থাকায় নদীতে রাসায়নিক বর্জ্য পদার্থ যেমন পড়ছে না, তেমনই মানুষও নদীতে আবর্জনা ফেলেন না। ফলে নিজের মতো করেই শুদ্ধ হচ্ছে যমুনা।
দিল্লির পলিউশন কন্ট্রোল বোর্ডের সমীক্ষা অনুসারে লকডাউনের আগের তুলনায় এখন যমুনা ৩৩ শতাংশ বেশি পরিষ্কার।