Yash Yishaan: ‘আমার ছেলে আছে, যার ইতিমধ্যেই ৯ বছর বয়স হয়ে গেছে’ বললেন যশ দাশগুপ্ত

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Yash Yishaan

কথায় আছে ‘সত্য বেশি দিন চাপা থাকে না’। সেটা নুসরত জাহানের ক্ষেত্রে একদম সত্যি কথা। মিডিয়া বা সামাজিক মাধ্যমে নুসরত নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে দাবি করলেও ঈশানের বার্থ সার্টিফিকেটেই সম্প্রতি সামনে এসেছে আসল সত্যি। যেখানে সদ্যজাতর নামের জায়গায় রয়েছে ঈশান জে দাশগুপ্ত; যশের পদবীও দাশগুপ্ত।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

শুধুমাত্র অনুমানের ভিত্তিতে নয়, প্রকাশ্যে এসেছে নুসরত পুত্রের জন্মবৃত্তান্ত যেখানে ঈশানের বাবার নামের জায়গায় জ্বলজ্বল করছে দেবাশিষ দাশগুপ্ত, যা যশের পোশাকি নাম। অতএব, এতদিনের সর্বাধিক চর্চিত বিতর্কে অবশেষে ইতি পড়ল তা বলাই চলে। কেবল মায়ের পরিচয় নয় ঈশান বড় হয়ে উঠবে বাবা মা উভয়ের পরিচয়েই।

তবে দিন কয়েক আগেই যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা সিংহ কালহানস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি এখন মুম্বই নিবাসী একজন সংবাদ কর্মী। এতদিন পর্যন্ত নিভৃতবাসেই ছিলেন তিনি। অনেক দিন হল যশের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে তাদের একটি বছর ১০ একের পুত্র সন্তানও রয়েছে

অভিনেতা যশ দাশগুপ্ত এতদিন পর্যন্ত এই তথ্যটি গোপনই রেখেছিলেন। কিন্তু ঈশানের বাবা হিসেবে তার পরিচয় সামনে আসার পরই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানান, ‘আমার ছেলে আছে, যার ইতিমধ্যেই ৯ বছর বয়স হয়ে গেছে’।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment