রেশন কার্ড নেই? অসুবিধা নেই, বিনামূল্যেই পাবেন রেশন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Ration Card

লড়াই ২৪ ডেস্ক: মোদি সরকার উদ্বেগে দেশে একাধিক রাজ্যে চলছে বিনামূল্যে রেশন প্রক্রিয়া। দিল্লি এনসিআর-এ গত কয়েকদিনে দেশে এক রেশন কার্ড যোজনা লাগু হওয়ার পর অন্য রাজ্যের মানুষও বিনামূল্যে রেশন পেতে শুরু করেছে। দিল্লিতে যাদের পিডিএস কার্ড নেই, তাদের জন্য আলাদা করে দেওয়া হচ্ছে রেশন। দিল্লির আগে থেকেই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান-এ এই ব্যবস্থা লাগু ছিল। এবার দিল্লিকে অনুসরণ করে অন্যান্য রাজ্য পিডিএস কার্ড না থাকলেও রেশন দেওয়ার যোজনা তৈরি করেছে। দিল্লি সরকার এজন্য গত কয়েকদিনে দিল্লিতে দোকানের সংখ্যা বৃদ্ধি করেছে। দিল্লির বেশ কিছু স্কুলে পিডিএস কার্ড না থাকলেও চলছে রেশন দেওয়ার ব্যবস্থা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন……………“প্রত্যেকেই নিজের নিজের সুযোগ পাবে এই মামলায়” পেগাসাস বিতর্কে বার্তা সুপ্রিম কোর্টের

দেশ জুড়ে চলছে নতুন রেশন কার্ড তৈরির পর্ব। পাশাপাশি চলছে পুরানো রেশন কার্ডে নাম যুক্ত ও ডিলিট করার কাজ। আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রেশন কার্ড লিঙ্ক না থাকলে সাসপেন্ড করে দেওয়া হবে ব্যাক্তির রেশন কার্ড। এই আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ আগস্ট। দেশের বহু রাজ্যেই এই এখনো চলছে এই লিঙ্কিংয়ের কাজ। অনলাইন মাধ্যমে সহজেই করা যাবে এই লিঙ্কিংয়ের কাজ। বহু রাজ্য সরকার তরফে আধার-রেশন লিঙ্ক করার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে।

লিঙ্ক করাতে গিয়ে কোনোরকম সমস্যার সম্মুখীন হলে ফোন করতে পারবেন সরকারের দেওয়া 18003456194 বা 1967 টোল ফ্রি নম্বরে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment