ভুয়ো অক্সিমিটার অ্যাপ ডাউনলোড করলে খোয়াতে পারেন টাকা, সাবধান করল সিআইডি
কলকাতা: মোবাইলে অক্সিমিটার অ্যাপ ডাউনলোড করার নোটিফিকেশন আসছে? তাতে বলা হচ্ছে, আঙুল ছোঁয়ালেই অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা জেনে যাবেন আপনি? তবে, সাবধান হোন।
এ ব্যাপারে রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। ভবানী ভবনের তরফে বলা হয়েছে, ভুয়ো অ্যাপ থেকে নাগরিকরা খোয়াতে পারেন অ্যাকাউন্টের টাকা।
এছাড়া মোবাইলের গ্যালারিতে থাকা ব্যক্তিগত সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার জালিয়াতরা। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনারেট ও জেলা পুলিশকে এ ব্যাপারে সতর্ক করেছে সিআইডি।
বেশ কিছু অনলাইন পেমেন্ট অ্যাপের ক্ষেত্রে আঙুলের ছাপের প্রয়োজন হয়। ভুয়ো অক্সিমিটার অ্যাপের নাম করে একইরকমভাবে আঙুলের ছাপ নিয়ে অ্যাকাউন্টের টাকা উধাও হয়ে যাচ্ছে। ওটিপিও জেনে যাচ্ছে তারা।
তা ছাড়া ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে মোবাইলের অন্দরমহলেও হানা দিতে পারে সাইবার অপরাধীরা। মোবাইলের সমত তথ্য, ছবি, ভিডিও চলে যেতে পারে তাদের কবজায়। ওই আঙুলের ছাপ ব্যবহার করে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনেক বড় ক্ষতিও হতে পারে বলে সতর্ক করেছে সিআইডি।
সিআইডির তরফে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এসএন গুপ্ত বলেছেন, “আমরা কোনও নির্দিষ্ট অভিযোগ এখনও পর্যন্ত পাইনি। তবে বেশ কিছু সিকিউরিটি এজেন্সি আমাদের এ ব্যাপারে সতর্ক করেছে। তাই আমরা রাজ্যবাসীকে সতর্ক করছি।”