onion – পেঁয়াজের এইসব উপকারিতা জানলে অবাক হবেন আপনিও
পেঁয়াজের যে এত গুনাগুন আছে তা জানলে আপনিও অবাক হবেন। পাশাপাশি আজ থেকে খাবারের সঙ্গে পেঁয়াজও খাবেন। তাহলে জেনেনিন পেঁয়াজের গুনাগুন গুলি:
১. পেঁয়াজ খেলে গলা পরিষ্কার হয়, মুখমন্ডল পরিষ্কার হয়, দাঁত দুধের মতো সাদা হয়,স্মরণ শক্তি বাড়ে এবং সেই সঙ্গে দুর্বল স্নায়ু সতেজ হয়।
২. পেঁয়াজের রসের সঙ্গে করলার রস মিশিয়ে ছোট সাইজের কাপে১/২ কাপ করে খেলে ভীষণ রকমের অজীর্ণ সেরে যায়।
৩. রাতে নিয়মিত পেঁয়াজ খেলে ঘুম ভালো হয়।
৪.পেঁয়াজের রস দাদ ও চুলকুনিতে লাগলে উপকার পাওয়া যায়।
৫.গরমের জন্য মাথা ব্যথা করলে পেঁয়াজের টুকরো শুকিয়ে দিলে আরাম হয়। পেঁয়াজ মিহি করে পিষে পায়ের তলায় ঘোষলেও আরাম পাওয়া যায়।
৬. মাথার চুল পড়ে গেলে, চুলের বৃদ্ধি কমে গেলে বা অল্প বয়সে চুল পেকে গেলে পেঁয়াজের রসে মধু মিশিয়ে মালিশ করুন onion