৪৮ টাকা বিনিয়োগে পেয়ে যাবেন এক কোটি টাকা, সুযোগ এবার এলআইসিতে
নয়াদিল্লি: আনলক ওয়ান পর্ব শুরু হওয়ার সাথে সাথেই আকর্ষণীয় সুযোগ নিয়ে হাজির হল এলআইসি।
শুধুমাত্র অনলাইন এলআইসি টার্ম ইন্সুরেন্স প্ল্যান পলিসি হোল্ডারের পারিবাারকে আর্থিক সুবিধা দিয়ে থাকে। এই টেক চার্মর প্ল্যানের নম্বর হলো ৮৫৪।
জনসাধারণের সুবিধা ও সুরক্ষার কথা মাথায় রেখেই জন্য নতুন স্কিম নিয়ে এল এলআইসি। এলআইসি স্কিম এর পলিসি হোল্ডারের টাকা পলিসি ম্যাচিওর হওয়ার আগেই যদি কোনো দুর্ঘটনা বা যেকোনো কারণে তিনি মারা যান তবে সেই টাকা পাবেন তার পরিবার।
প্রত্যেকে নিজের ভবিষ্যতের সুবিধার জন্য পলিসি করে রেখেছেন নিজেদের প্রয়োজন মত। এইবার এলআইসি নিয়ে এলো এক নতুন পলিসি যাতে মাত্র ৪৮ টাকা বিনিয়োগ করলেই আপনি পেতে পারেন ১ কোটি টাকা।
পলিসিতে মিনিমাম অ্যাসিয়র্ড অ্যামাউন্ট হলো ৫০ লক্ষ টাকা। এই পলিসিতে বিনিয়োগ সবথেকে কম দশ বছরের জন্য এবং সর্বোচ্চ ৫০ বছরের জন্য করতে পারা যাবে।
বিমার বয়স সীমা ১৮ থেকে ৬৫ বছর।তবে এই পলিসি তে পলিসি হোল্ডার বেঁচে থাকলে কিছুই পাওয়া যাবে না।