মেদিনীপুর: শুভম সিং, তমলুক, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের চায়ে পে চর্চা কর্মসূচিতে যাওয়ার সময় গো ব্যাক স্লোগান দেওয়া হল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে লক্ষ্য করে।
রবিবার তমলুকে বর্গভীমা মন্দির সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চায় কর্মসূচিতে যাওয়ার সময় হঠাৎই তৃণমূল ইউনিয়নের কর্মীরা তাকে দেখে কালো পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন।পালটা জয় শ্রীরাম ধ্বনি তোলে বিজেপি কর্মী সমর্থকেরাও।
এরপর বর্গভীমা মন্দির সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানে চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন তিনি। তিনি বলেন, “গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিশৃঙ্খলা চলছে,সরকারি টাকা লুঠ চলছে,ধর্ষণ চলছে। তাই তৃণমূলের কাছ থেকে মানুষ আর ভালো কিছু আশা করে না। তাছাড়া গঙ্গার ধারে প্রাতঃভ্রমণে গেলেও আমাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়। “