Malika arora insta photos
নিজস্ব প্রতিনিধি : বয়স একটা সংখ্যা মাত্র| কথাটা বারংবার মুখে আওড়ালেও বয়সের ভারে বেশির ভাগ মানুষই বুড়িয়ে যান|ব্যতিক্রম বলিউড অভিনেত্রী-মডেল মালাইকা অরোরা|প্রায় দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করছেন ৪৭ বছরের এই অভিনেত্রী|ইনস্টাগ্রামে তার ১২.৮ মিলিয়ন ফলোয়ার|সম্প্রতি প্রিন্টেড বিকিনি টপে ইনস্টাতে ঝড় তুলেছিলেন তিনি|লো আই মেকআপ লাল লিপস্টিক সাথে সুরিলি জি এর ডিজাইনে বিকিনি স্যুট আর কেপ টপের কম্বিনেশনে আরও বেশি আবেদনময়ী হওয়া উঠেছিলেন|
বিগত বছরের ৫ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি|তখন আপনজনদের থেকে দূরে থেকে কীভাবে শারীরিক এবং মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সেই কথাও তুলে ধরেন অন্য এক পোস্টে|কোভিড রিপোর্ট নেগেটিভ আসার ৩২ সপ্তাহ পর তিনি তার মূল স্রোতে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন|মালাইকা লিখছেন উঠে বসা থেকে শুরু করে জানলার পাশে গিয়ে দাড়ানো কতটা কষ্টকর ছিল তখন। কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরও তিনি তার ওয়ার্কআউট রুটিন প্রথমদিকে ঠিকভাবে মেনে চলতে পারছিলেন না। এরপর তিনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন এবং ধীরে ধীরে তার নিজের রুটিনে ফিরে আসেন। তিনি আরো জানান এই জার্নিতে তিনটি শব্দ তাকে সবথেকে বেশি শক্তি জুগিয়েছিল-আশা, কৃতজ্ঞতা, মনের জোর।
চলতি বছরের এপ্রিল মাসে মালাইকা কোভিড ভ্যাকসিন নেন। এরপর ইনস্টাতে কোভিড যোদ্ধাদের কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেন। সাথে সাথে অন্যদেরও ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান। প্রসঙ্গত করোনা থেকে সেরে ওঠার পর তিনি যোগব্যায়ামে বিশেষ মন দিয়েছিলেন। ইনস্টাগ্রামে প্রায়শই পোস্ট করতেন যোগব্যায়ামের নানান ভিডিও । নিয়মিত 14 দিন ফলো করা যায় এমন একটি রোগ ব্যায়ামের রুটিন তিনি শেয়ার করেন। ফিটনেসের সাথে সাথে কোন ব্যায়াম ত্বককে উজ্জ্বল করবে কোন ব্যায়াম ত্বককে করবে কোমল সেই সমস্ত টিপসও সেখানে ছিল।
এমটিভি হাত ধরে ভিজে হিসেবে যাত্রা শুরু করলেও একের পর এক বলিউড ছবিতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বরাবর দর্শকের কাছে সমাদৃত হয়েছেন তার নাচের দক্ষতা। আইটেম গানে তার উপস্থিতি বরাবর উষ্ণতা বাড়িয়েছে নেটিজেনদের মনে। করোনাকালে একটি ডান্স রিয়েলিটি শো’র বিচারক আসনেও তাকে দেখা গিয়েছে।
Malika arora insta photos