লড়াই ২৪ : পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুর পর নতুন মন্ত্রীসভায় ঠাঁই পেলেন একাধিক। নতুন পঞ্চায়েত মন্ত্রী হলেন হাওড়ার উলুবেড়িয়ার জনপ্রিয় নেতা ও বিধায়ক পুলক রায়। পঞ্চায়েত প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। তবে ,একদিকে অর্থমন্ত্রী অমিত মিত্রর শারীরিক কারণে মন্ত্রিসভা থেকে দূরে থাকার ইচ্ছা আর সদ্য প্রয়াত পঞ্চায়ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মন্ত্রিত্বের জায়গা নিয়ে কৌতূহল ছিল।
শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য মন্ত্রিসভার রদবদলের সেসব সমস্যার সমাধান করে ফেলল আজ। অবশেষে অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
অর্থ দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখে দিয়েছেন। কিন্তু অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে থাকবেন অমিত মিত্র।
জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে বাড়তি দায়িত্বও থাকবে তার হাতে। এছাড়া আরও কিছু রদবদল হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে বেশ কিছু সময় ধরেই অসুস্থ। তাই তাঁর জায়গায় রাজ্যের নতুন ক্রেতা সুরক্ষামন্ত্রী হচ্ছেন মানস ভুঁইয়া।মানসবাবুর হাতে জল সম্পদ উন্নয়ন দফতরের সঙ্গে বাড়তি দায়িত্বও থাকবে।