vaccine price increased
লড়াই ২৪ ডেস্ক: অতিরিক্ত দামে টিকা কিনবে মোদী সরকার। গত কয়েকমাস ধরেই ১৫০ টাকা প্রতি ডোজে টিকা কিনছিল কেন্দ্র। এবার সেই দাম বাড়ালো মোদী সরকার। এবার থেকে কোভিশিল্ড-এর একটি ডোজ কেন্দ্রের পড়বে ২১৫ টাকা এবং কোভ্যাক্সিনের একটি ডোজ পড়বে ২২৫ টাকা।
অগস্ট ও ডিসেম্বরের মধ্যে কোভিড টিকার ৬৬ কোটি ডোজের অর্ডার দিয়েছে কেন্দ্র। যার জন্য বরাদ্দ হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে ১২ কোটির বেশি ভ্যাকসিনের ডোজ পাওয়া যাবে। কেন্দ্র তরফে জানানো হয়েছিল, যে দামে তারা টিকা কিনছে তা এবার বাড়াতে হবে। কারণ টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি জানিয়েছে, যে দামে কেন্দ্র টিকা কিনতো সেই দামে আর ছাড়া যাবে না।
আরও পড়ুন………..Kanika Tiwari: ‘অগ্নিপথ’ – এর হৃত্তিকের সেই বোন! চিনতে পারছেন কি
উল্লেখ্য, বর্তমানে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি মাত্র ২৫ শতাংশ টিকা বিক্রি করতে পারছে বেসরকারি হাসপাতালগুলিতে। বর্তমানে কোভিশিল্ড টিকার দাম ৭৮০ টাকা, কোভ্যাক্সিন ১৪১০ টাকা এবং স্পুটনিকের দাম ১১৪৫ টাকা। এছাড়াও এই দামের বাইরেও হাসপাতালগুলি অতিরিক্ত ১৫০ টাকা নিতে পারে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন