Site icon Lorai 24

চীনা দ্রব্য বয়কটের প্রতিবাদে পোড়াচ্ছে টি শার্ট

চীনা দ্রব্য বয়কটের প্রতিবাদে পোড়াচ্ছে টি শার্ট

বেহালা: দেশ জুড়ে চীনা দ্রব্য বয়কটের আন্দোলনে পথে নামলো জোমাটো (zomato) নামক অনলাইন খাদ্য সরবরাহকারী সংগঠনের বেহালার কর্মীরা।

বেহালার ওই কর্মীরা শনিবার টি শার্ট পুড়িয়ে ফেলেছে এরই প্রতিবাদে। ওই কর্মীরা চাকরি ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন।

তাঁদের বক্তব্য ” চীনা সংস্থা আমাদের দেশেই ব্যাবসা করে লাভবান হচ্ছে, আবার আমাদের দেশের সেনাদের মারছে ” ” না খেতে পেয়ে মরে যাবো তাও চীনা লগ্নি রয়েছে এমন কোনই কোম্পানিতে চাকরি করবো না।

পাশাপাশি তাঁরা এও বলেছেন ” জোমাটো তে চীনা লগ্নি রয়েছে , মানুষের কাছে অনুরোধ দয়া করে ওখান থেকে খাবার অর্ডার বন্ধ করুন”।

উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ে তোলা ডাক দিয়েছে। ভারত চীন সীমান্ত বিরোধ হওয়ায় চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন । চীনের অবৈধ ভাবে ভারতের সীমান্তে ঢুকে পরা আটকাতে শহীদ হয়েছে ভারতীয় সেনা।

জোমাটো তে চীনা সংস্থা আলিবাবা এর অ্যান্ট ফিনান্সিয়ালের ১৪.৭% মালিকানা রয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার
Exit mobile version