Site icon Lorai 24

কেন্দ্র দ্বারা জারি হল বিধিনিষেধের নয়া গাইডলাইন

Centre Releases New Guidelines For Unlocking

দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তাল গোটা দেশ। তার মধ্যেই আশঙ্কা দেখা যাচ্ছে তৃতীয় ঢেউয়ের। সিঁদুরে মেঘ দেখেছেন দেশবাসী। তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি সেরে নিতে চাইছে কেন্দ্র। তাই আনলক নিয়ে বড় সিধান্ত ঘোষণা করলো কেন্দ্র। নির্দেশিকায় জানানো হয়েছে, “এক সপ্তাহ ধরে দেশে পজিটিভিটি রেট ৫ শতাংশের কম আর মোট জনসংখ্যার ৭০ শতাংশের টিকাকরণ- এই দুটির ওপর নজর রাখা হচ্ছে। মানতে হবে কোভিড স্বাস্থ্য বিধি। তারপরই জেলাস্তরে শুরু হবে আনলক পর্ব।”

আইসিএমআর-এর রডিরেক্টর মঙ্গলবার জানিয়েছেন যে, ভারতে তৃতীয় ঢেউের ধাক্কা সামলানোর জন্য দেশে পজিটিভিটি রেট হতে হবে ৫ শতাংশের কম এবং ৭০ শতাংশ মানুষের টিকাকরণ হতে হবে। তবেই ভারত তৃতীয় ঢেউ সামলাতে পারবে। সব জেলাকে টিকাকরণের নিশ্চয়তা দিতে হবে। তখনই খানিক শিথিল করা হবে বিধিনিষেধ।

রাজ্যের দৈনিক সংক্রমণ নেমে গেল দশ হাজারের নীচে

পরিসংখ্যান অনুসারে, এপ্রিলের প্রথম দিকে ২০০-এর বেশি জেলায় পজিটিভিটি রেট ছিল ১০ শতাংশের বেশি। এপ্রিলের শেষ সপ্তাহে তা দেখা যায় ৬০০ জেলায়। বর্তমানে দেশে ২৩৯টি জেলায় ১০ শতাংশের অধিক সংক্রমণ রয়েছে। ১৪৫টি জেলায় ৫ থেকে ১০ শতাংশ পজিটিভিটি রেট দেখা গেছে। ৩৪৪টি জেলায় সংক্রমণ ৫ শতাংশেরঅ কম। .

কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে, বিধিনিষেধ শিথিল হওয়া সম্পূর্ণরূপে নির্ভর করছে পরিস্থিতির ওপর। বিশেষজ্ঞদের মতে, জুনের দিকে অনেকটা কমবে সংক্রমণ। কিন্তু সতর্ক থাকতে হবে। ভাইরাস চরিত্র বদল করলে তা উদ্বেগ বাড়াতে পারে।

 

 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার
Exit mobile version