গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে সংক্রমণ, পালা দিয়ে বাড়ল মৃত্যুও

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফের বৃদ্ধি পেল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য বুলেটিন অনুসারে দেশে ১ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। সংক্রমণের সাথে পালা রেখে উদ্বেগ বাড়াল মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০০৫ জনের। একদিনে  সুস্থ হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন মানুষ। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন।

অপরদিকে তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার আগেই ভ্যাকসিন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ভারতের হাতে ফের চলে এসেছে করোনার এক নয়া ভ্যাকসিন। ভারতে জরুরী ভিত্তিতে তাদের তৈরি ভ্যাকসিন ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার কাছে অনুমোদন চাইলো জাইডাস ক্যাডিলা। দেশে বছরে ১২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি পরিকল্পনা নিয়েছে এই সংস্থা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

DGGI-এর অনুমোদন পেলেই বাজারে চলে আসবে এই জাইডাস ক্যাডিলা। এছাড়াও দেশে এখন কোভাক্সিন ও কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে, রাশিয়ার দুই ভ্যাকসিন সুপ্টনিক-ভি ও মডেরনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ১২ বছর বয়সের ঊর্ধ্বদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে।

আরও পড়ুন…সমস্ত বাধা-বিপত্তিকে জয় করে ভারকালা পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টরের পদে অ্যানি শিবা!

অপরদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭৮ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। গত এপ্রিল মাসের তুলনায় বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের হার কমে এসেছে অনেকটা। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী ২০ হাজার ৫৮৫ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। করোনা আক্রান্তের নিরিখে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। বিধিনিষেধ হালকা হওয়ায় মানুষের সচেতনাও কমেছে আগের থেকে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

 

 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment