এক নয়া উচ্চতায় সেনসেক্স, গড়লো ইতিহাস

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: এক নয়া উচ্চতায় পৌঁছল ভারতীয় শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জ(Bombay Stock exchange)-এর সূচক সেনসেক্স(Sensex) পার করলো ৬০,০০০-এর গন্ডি। শুক্রবার শেয়ার বাজার চালুর সাথে সাথেই তড়তড়িয়ে বাড়তে থাকল সেনসেক্স। কিছুক্ষণের মধ্যেই ২৭৩.৪০ পয়েন্ট উপরে উঠে আসে সেনসেক্স।  ৯টা ৩৫ মিনিট সেনসেক্স পৌঁছে যায় ৬০,১৫৮.৭৬ পয়েন্টে।

পাশাপাশি, এদিন নয়া নজির গড়ল নিফিটও। সর্বকালীন সেরা ১৭,৮৫০ পয়েন্টে পৌছয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সুচক। এদিকে শেয়ার বাজারের সূচকের এই ঊর্ধ্বমুখী দৌড়ে অনেকেই অবাক। কোনও সংশোধন ছাড়া যে হারে সেনসেক্স বেড়ে চলেছে তা নিয়ে ছোট লগ্নিকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ২০২১ সালের শুরুতে সেনসেক্স ছিল প্রায় ৪৭,০০০-এর গন্ডিতে। চলতি বছরে কয়েকমাসের মধ্যেই সেনসেক্সে দেখা গেল ১৩,০০০ পয়েন্ট বৃদ্ধি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

Read more………………..আজব ইচ্ছা, চাঁদে জমি কিনলেন বাংলাদেশের দম্পতি

করোনা আবহে বিশ্ব অর্থনীতির এই বেহাল দশা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে শেয়ার বাজারে প্রভিডেন্ট ফান্ডের অর্থ লগ্নি হচ্ছে। অনেক সংস্থা প্রথমবারের জন্য বাজারে শেয়ার ছেড়ে টাকা তুলছে। মিউচাল ফান্ডের থেকেও অর্থের জোগান আসছে বাজারে। সার্বিক ভাবে শেয়ার বাজারে নগদ প্রবাহ বেশ ভালো। এই কারণেই শেয়ার বাজারের সূচক এই ভাবে ঊর্ধ্বমুখী গ্রাফ ধরে এগোচ্ছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment