আজ থেকে ফের শুরু হচ্ছে টলিপাড়ায় শুটিং
টালিগঞ্জ: লকডাউনের আনলক ফেজ ওয়ান লাগু হতেই মঙ্গলবার টলিউডের মেগা সিরিয়াল শুটিংয়ের অনুমতি দিয়েছিল সরকার।
তবে, স্বাস্থ্যবিমার কাগজ হাতে না পাওয়ায় কাজ শুরু করেনি আর্টিস্ট ফোরাম। অবশেষে মন্ত্রী অরুপ বিশ্বাসের হস্তক্ষেপে কাটল সেই জট। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শুটিং।
অরূপ বিস্বাস আর্টিস্ট ফোরাম, প্রযোজকদের সংগঠন, চারটি চ্যানেলের কর্তৃপক্ষকে নিয়ে জোড়া বৈঠক করেন।
জোড়া বৈঠকের শেষে অরূপবাবু জানান, কার্যপদ্ধতি নিয়ে ঐক্যমতে পৌঁছনো যায়নি বলেই জটিলতা তৈরি হয়েছিল৷ আলোচনায় সেই জট কেটে গিয়েছে৷ ফলে বৃহস্পতিবার থেকেই শ্যুটিং শুরু হচ্ছে৷